শিক্ষার ফসল
- মুহাম্মাদ শরিফ হোসাইন
আমরা শিক্ষার ফল ভুগি শুধু
শিক্ষার ফসল মনের ঘরে তোলি না,যাদু।
উদারতা,শিক্ষার ফসল
নয়তো শিক্ষায়,পাওয়া শিক্ষা বিফল।
শিক্ষিত'রা আজ অর্ধশিক্ষিত
তারা ততো জটিল,ঠিক যত শিক্ষিত।
কোনকালে শিক্ষার্থী ছিলো সরল,অসংকুচিত।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।